টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে

বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিতবঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় বাগেরহাট শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের রাহাতে মোড়, লোকাল বোর্ডঘাট, মেইনরোড, বাসাবাটি, রেলরোড, আলীয়া মাদ্রাসারোড, খারদ্বার, মিঠাপুকুরপাড়, সাহাপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া বাগেরহাটের ৯ উপজেলার নিচু এলাকায় বৃষ্টির পানি জমে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিছু কিছু এলাকার মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে।

বাগেরহাট শহরের ভ্যানচালক মতিয়ার রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে লোকজন রাস্তায় একেবারেই কম বের হচ্ছে। তাই ভাড়াও হচ্ছে কম।’

শহরের শালতলা মোড়ের দোকানি নাসির উদ্দিন বলেন, ‘এত বৃষ্টিতে ক্রেতা নেই একেবারেই। তারপরও দোকান খুলে বসে আছি।’

বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিতসদর উপজেলার সুগন্ধি গ্রামের মারুপ ঢালী জানান, তার মাছের ঘেরের ভেড়িতে থাকা সবজি পানিতে তলিয়ে গেছে। রোদ বের হলে এসব গাছ মরে যাবে বলে তিনি জানান।

ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, তার ইউনিয়নের কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মাছের ঘেরও ভেসে গেছে। সবজি ক্ষেতও নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে নষ্ট হওয়ার মতো কোনও ফসল এখন মাঠে নেই।

আরও পড়ুন:

পুলিশের মারধরে ব্যবসায়ীর মৃত্যু: ময়নাতদন্তে মেলেনি কারণ