বাগেরহাটে ইলিশ রক্ষায় ২২ দিনে ২৫৮টি অভিযান

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞাবাগেরহাটে মা ইলিশ রক্ষায় গত ২২ দিনে ২৫৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২ লাখ ৯৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৫৬ হাজার টাকা। নিষেধাজ্ঞার ২২ দিনে জেলেদের ২০ কেজি করে চাল দেওয়া হয়।

১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাগেরহাট জেলার ৯ উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বাগেরহাট মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ২২দিনে মা ইলিশ সংরক্ষণে বাগেরহাট জেলার ৯ উপজেলায় ২৫৮টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৩১টি। এ সময় ২৭২ কেজি মাছ জব্দ করা হয়। এসব ইলিশ অসহায়দের মাঝে বিতরণ ও জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর এই সময়ে জরিমানা আদায় হয়েছে ১১ হাজার টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, মা ইলিশ রক্ষায় এ বছর জেলেদের মাঝে সচেতনতা লক্ষ্য করা গেছে। তাছাড়া অসাধু জেলেদের দমনে মৎস্য অধিদফতরের সঙ্গে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা তৎপর ছিল। দেরিতে হলেও জেলার সাত উপজেলার ৫ হাজার ১৯৪ জন জেলের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন:

২২ দিনে কুষ্টিয়ায় ৯৬২ কেজি ইলিশ জব্দ