পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড

কুষ্টিয়াকুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরীক্ষার কেন্দ্র সচিবকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১নভেম্বর) সকালে অভিযান চালিয়ে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এই নির্দেশ দেন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে জেডিসি পরীক্ষা চলাকালে ভেড়ামারা আলীম মাদ্রাসায় অভিযান চালানো হয়। সেসময়  বারো মাইল দাখিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলামকে পরীক্ষায় নকলে সহযোগিতা করার অপরাধে হাতেনাতে আটক করা হয়। এরপর সাইফুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং পরীক্ষার কেন্দ্র সচিব এবং ভেড়ামারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এসকেনদার আলীকে সকল প্রকার পরীক্ষা থেকে তিন মাসের জন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়।