সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে মামুনুর রশীদ (৪৫) নামে এক বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এস আই শেখ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফেরত আসা মামুনুর রশীদ রাজশাহী জেলার চারঘাট উপজেলার চাম্পা গ্রামের আব্দুল করিমের ছেলে।

শেখ মাহবুবুর রহমান জানান,২০১৫ সালের ২ নভেম্বর মামুনুর রশীদ রাজশাহী বাঘাদীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের চাপড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নদীয়া থানায় সোপর্দ করে। ২ বছর ১৫ দিন নদীয়া নাকাশিপাড়া নির্মল রিয়াদ সমিতির সেফ হোমে থাকার পর রবিবার বিকালে দুদেশের সীমান্তরক্ষীদের মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

এসময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এস আই শেখ মাহাবুবুর রহমান,নিমতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মখলেসুর রহমান,হাবিলদার ইকবাল হোসেন এবং বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ কুমার,এস আই বিকাশ দত্ত প্রমুখ।