১৭টি স্বর্ণের বারসহ সীমান্তে ভারতীয় যাত্রী আটক

স্বর্ণবেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করার সময় আটক হয়েছেন এক ভারতীয় নাগরিক। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তার কাছ থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বিএসএফের হাতে স্বর্ণসহ ধরা পড়া ব্যক্তির নাম ফিরোজ মাহমুদ (৪৫)। তিনি কলকাতা শহরের গার্ডনাজ এলাকার সামছদ্দীন খানের ছেলে।

সীমান্তের একটি বিশ্বস্ত সূত্র জানায়, ভারতীয় পাসপোর্ট যাত্রী ফিরোজ মাহমুদ খান মঙ্গলবার সকালে বাংলাদেশ কাস্টমস-ইমিগ্রেশনের কাজ শেষ করে নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএসএফ তাকে আটক করে পেট্রাপোল ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার প্যান্টের বেল্টে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধনের কাছে স্বর্ণ আটকের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘বিএসএফের হাতে ১৭টি স্বর্ণের বারসহ এক ভারতীয় পাসপোর্ট যাত্রী আটকের কথা শুনেছি।’

এর আগে সীমান্তের পুটখালী দিয়ে সোমবার পাচারের সময় ১০টি স্বর্ণের বার ও দেড় লাখ টাকা সহ এক চোরাকারবারী আটক হন। একদিন পার হওয়ার আগেই বেনাপোল চেকপোস্ট দিয়ে আবারও স্বর্ণ পাচারের ঘটনা ঘটেছে।