বৈঠকে সমঝোতা নেই,পাটকল শ্রমিকদের আন্দোলন অব্যাহত

খুলনাখুলনার পাটকল শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে কোনও সমঝোতা হয়নি। বৈঠক সিদ্ধান্তহীন হওয়ার ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাটকল শ্রমিকরা।তারা কর্মবিরতিতে অনড় রয়েছেন। সোমবার রাতে (১৫ জানুয়ারি)খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিক আন্দোলনের নেতা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৮ ডিসেম্বর থেকে বকেয়া মজুরি প্রদানের দাবিতে রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলের উৎপাদন বন্ধ রেখেছে শ্রমিকরা।

বৈঠকসূত্রে জানা যায়, বৈঠকে পাটজাত পণ্য বিক্রির টাকা হাতে পেলে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে বলে উল্লেখ করে শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। এ সময় শ্রমিক নেতারা জানান, বকেয়া সকল মজুরি এক সঙ্গে পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা কাজে ফিরে যাবে না।

শ্রমিক আন্দোলনের নেতা সোহরাব হোসেন জানান, বৈঠকে স্ব স্ব মিলের হিসাবে এক বা দু’সপ্তাহের অর্থ নিয়ে মিলের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এ প্রস্তাবে শ্রমিকরা রাজি না হওয়ায় কর্মবিরতি ও ঘোষিত কর্মসূচী অব্যাহত থাকবে। মঙ্গলবার শ্রমিকদের গেট মিটিংয়ে প্রস্তাব তুলে ধরা হবে। শ্রমিকরা রাজি হলে মিল চালু হতে পারে। গেট মিটিংয়েই মিল চালু হওয়া,না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। এ মুহূর্তে শ্রমিকদের পরিবারে চরম হাহাকার চলছে।’

বৈঠকে সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, জেলা যুগ্ম-শ্রম অধিদফতর প্রধান মিজানুর রহমান, বিজেএমসি খুলনা জোনের প্রধান গাজী শাহাদাত হোসেন, ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান আবুল কালাম হাজারীসহ বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্লাটিনাম জুট মিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সোহরাব হোসেন, জেজেআইর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক, ইর্ষ্টান জুট মিলের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতারা।