দাদার কবরের পাশে শায়িত হলেন এমপিপুত্র অনিক





সাতক্ষীরায় অনিক আজিজের জানাজাসাতক্ষীরার রসুলপুর কবরস্থানে দাদার কবরের পাশে শায়িত হলেন সাতক্ষীরার তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজ স্বাক্ষর। রবিবার (২১ জানুয়ারি) বাদ মাগরিব সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

নামাজে জানাজার আগে বক্তব্য রাখেন অনিকের বাবা মুস্তফা লুৎফুল্লাহ।

নামাজে জানাজায় অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনসহ দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্তরের মানুষ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
রবিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে অনিকের লাশ সাতক্ষীরা স্টেডিয়ামে নামানো হয়। এরপর শহরের পলাশপোলের বাস ভবনে তাকে নেওয়া হয়। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর ন্যাম ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অনিক আজিজ এমপি মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র ছেলে। তিনি সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি পাস করার পর খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা পাস করেন। এরপর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হন। গত ৪ বছর ধরে ন্যাম ভবনের ওই ফ্ল্যাট ছিল তার ঠিকানা। তার বাবা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।