বেনাপোলে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, বন্দরে কাজ বন্ধ

 বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার পর দফায় দফায় ধাওয়া পাল্টা -ধাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ নিয়ে বন্দর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বন্দরের অভ্যন্তরে মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে। ক্ষমতাসীন দলের এমপি এবং মেয়র পক্ষের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের নিয়ন্ত্রণ করে আসছে।

এমপি পক্ষের লোকজন গত ডিসেম্বরে বন্দরের ঠিকাদারির কাজ পেয়েছেন। কিন্তু মেয়র পক্ষের লোকজন অনেক দিন ধরেই এ কাজ করে আসছিলেন। মঙ্গলবার সকাল দশটার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই এমপি পক্ষের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে মেয়র গ্রুপের শ্রমিক অফিস ভাঙচুর করে এবং তাদের বন্দর এলাকা থেকে তাড়িয়ে দেয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহূর্তে বন্দর এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও বন্দরের কাজকর্ম বন্ধ রয়েছে।

এ ঘটনার পর শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান ও যুবলীগের সভাপতি অহেদুজ্জামানের বাড়িতে সন্ত্রাসীরা কয়েকটি বোমা নিক্ষেপ করে। মেয়র গ্রুপের লোকজন বোমা হামলার জন্য এমপি পক্ষকে অভিযুক্ত করছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, দু’দল শ্রমিকের মধ্যে সংর্ঘষের ফলে বন্দর এলাকায় একটু উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত আছে।

আরও পড়ুন: কাঁকড়া শিকারের অভিযোগে আট জেলে আটক