আলিফের পরিবারকে মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইউএনও

নিহত আলিফনেপালে বিমান বিধ্বস্তের ঘটনার চারদিন পর আলিফের পরিবারকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) সকালে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াসুর রহমান আলিফের মৃত্যুর খবরটি তার পরিবারকে নিশ্চিত করেন। তিনি জানান, গত ১২ মার্চ দুর্ঘটনার সময়ই নিহত হন আলিফ।  

এর আগে বিভিন্ন মাধ্যমে আলিফের মৃত্যুর খবর প্রচার হলেও পরিবারের সদস্যরা আলিফের জীবিত থাকা নিয়ে আশায় ছিলেন। এভাবে চারদিন কাটার পর শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের আলিফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।  

নিহত আলিফ ছিল রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মোল্লার পুত্র, বিএল কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের পরীক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা।

ইউএনও মো. ইলিয়াসুর রহমান জানান, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনার ৪দিন পর শুক্রবার সকাল ১০টার দিকে তিন পাতার একটি তালিকা ফ্যাক্সের মাধ্যমে হাতে পান তিনি। সেখানে বিধ্বস্ত বিমানের যাত্রীদের নামের তালিকা ও বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। ওই তালিকায় ৪ নম্বরে রয়েছে রূপসার আলিফের নাম। তার সম্পর্কে মন্তব্য কলামে ডেথ উল্লেখ করা হয়েছে। এ তালিকাটি পেয়ে দ্রুত তিনি নিজেই আলিফের পরিবারের কাছে ছুটে যান এবং আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ফ্যাক্সে আসা তালিকাটি তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেন।

এদিকে সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা নিহত আলিফের পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিদিনই ছুটে যাচ্ছেন আইচগাতীর আলিফের বাসভবনে।