খুলনায় ৭৭ মণ পুশ চিংড়ি জব্দ, দুই ফিশারিজকে লাখ টাকা জরিমানা

৭৭ মণ পুশ চিংড়ি জব্দখুলনার রূপসা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৭ মণ (৩ হাজার ৪০ কেজি) পুশ চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে কোস্টগার্ড মোংলা জোনের রূপসা স্টেশন কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় জব্দকৃত চিংড়ির বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ২টি ফিশারিজের কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

কোস্টগার্ড মোংলা জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ সোমবার এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন সিজি স্টেশন রূপসা একটি অভিযান পরিচালনা করে। অভিযানে খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩ হাজার ৮০ কেজি পুশ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত পুশ চিংড়ির আনুমানিক বাজার মূল্য ছত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা। স্থানীয় মৎস্য মাননিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপস্থিতিতে পুশকৃত চিংড়িগুলোকে ধ্বংস করা হয়। এই ঘটনায় মনোরা ফিশারি ও আসমা ফিশারি কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।