পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো থেকে আড়াই টন কয়লা উত্তোলন

দুর্ঘটনার পাঁচদিন পর মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ এম ভি বিলাস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) প্রথম দিনে মাত্র আড়াই মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে।

মোংলার পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের কয়লার উত্তোলন শুরুসকালে উত্তোলন কাজ শুরুর পর প্রবল স্রোতের কারণে তা কিছুটা ব্যাহত হলে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। স্রোত কমলে বিকাল ৩টার দিকে আবার কয়লা উত্তোলন শুরু করা হয়। স্থানীয় কয়লা উত্তোলনকারী ডুবুরি প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন স্যালভেজ’ এর প্রধান সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টায় আবার জোয়ার শুরু হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ রাখতে হয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে এ কাজ আবার শুরু করা হবে।’ কয়লা এবং ডুবন্ত জাহাজ উদ্ধারে মালিকপক্ষের সঙ্গে তাদের ২৮ লাখ টাকা চুক্তি হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: পশুর নদীতে কার্গোডুবি: পাঁচদিন পর কয়লা উত্তোলন শুরু

তিনি জানান, এ কাজ করতে মালিকপক্ষ থেকে ১৫ দিনের সময় দিলেও ডুবুরি দল ২৫ দিনের সময় নিয়েছেন। ১৫ দিনে এ জাহাজ উদ্ধার সম্ভব নয় বলে জানান এই ডুবুরি প্রধান।

এদিকে দ্রুত কয়লা উত্তোলনের জন্য এ কাজে ডুবুরির সংখ্যা আরও ১৬ জন বাড়ানো হয়েছে বলে জানান, ডুবন্ত জাহাজে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি লালন হাওলাদার।

প্রসঙ্গত, গত রবিবার ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যায় কার্গো জাহাজ এম ভি বিলাস।