কেসিসি নির্বাচন: ৫ মেয়র ও ১৮৬ কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত, মঙ্গলবার প্রতীক বরাদ্দ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সোমবার (২৩ এপ্রিল) প্রত্যাহার শেষে মেয়র পদে চূড়ান্তভাবে ৫ জনই প্রার্থী রয়েছেন। পাশাপাশি কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ১৮৬ জন। এর মধ্যে রয়েছেন সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে ৩৮ জন। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এ দিন সাধারণ ওয়ার্ডে ৩৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মেয়র পদে কোনও প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করা হবে। সকালে শুরুতেই মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। এরপর সংরক্ষিত মহিলা ওয়ার্ড প্রার্থীদের প্রতীক ও শেষ অংশে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।’