কুষ্টিয়ায় ছোট মাপের ইট তৈরি করায় জরিমানা

এসটিআই নির্ধারিত মাপের চেয়ে অপেক্ষাকৃত ছোট মাপের ইট তৈরি ও বিক্রির দায়ে কুষ্টিয়ার মিরপুরে ৪ ইটভাটা মালিকের একলাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ছোট মাপের ইট তৈরি করায় জরিমানাজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাঙা বটতলার মেসার্স লাবনী সুপার ব্রিকসকে ৫০ হাজার টাকা, আমলা ইউপির নিমতলা বাজারের অঞ্জনগাছী এলাকার সোনালী ইটভাটাকে ৫০ হাজার টাকা, ফুলবাড়িয়া ইউপির নয়নপুরের মেসার্সকে এস ব্রিকসকে ৪০ হাজার টাকা ও নিমতলা বাজারের জনতা ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।