অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে এক স্কুলছাত্রীকে অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে অপহৃত স্কুলছাত্রীকে জীবননগরের মনোহরপুর বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

গ্রেফতার তরিকুল ইসলাম জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

জীবননগর থানার এসআই শামসুল আলম জানান, ২১ এপ্রিল বিকালে জীবননগরের একটি স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। ওই ছাত্রী জীবননগর আশতলাপাড়ায় পৌঁছালে তরিকুলসহ ৪/৫ জন বখাটে তাকে যুবক জোরপূর্বক একটি মাইক্রেবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

স্কুলছাত্রীর মা জেবুননাহার জলি বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জীবননগরের মনোহরপুর বাজার থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও তরিকুলকে গেফতার করে। তরিকুলের সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিকালে গ্রেফতার তরিকুলকে আদালতে সোপর্দ করলে আমলী জীবননগর আদারতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় ২২ ধারায় ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।