যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

যশোর বোর্ডযশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৬.৬৪ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৮০.০৪ শতাংশ। 
পাসের হার কমলেও এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৪৬০। 
যশোর শিক্ষা বোর্ডের সচিব মাধব চন্দ্র রুদ্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৮১ হাজার ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৮১ হাজার ৮২০ জন ও ছাত্রী ৮১ হাজার ২৩৬ জন।

আরও খবর:

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭