বাগেরহাটে ৮শ ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালিবাগেরহাটে ৮শ ফুট লম্বা পতাকা নিয়ে র‌্যালি করেছে আর্জেন্টিনার সমর্থকরা। বাগেরহাট সদর উপজেলার বাদোখালী এলাকায় ‘বাদোখালী আর্জেন্টিনা সমর্থক গোষ্টী’র ব্যানারে শুক্রবার (২৫ মে) সকালে তারা এই র‌্যালি বের করে। র‌্যালিটি বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়।

র‌্যালির উদ্যোক্তা স্থানীয় মামুন হাওলাদার জানান, আর্জেন্টিনা দলের খেলার আগের দিন আবার এরকম একটি র‌্যালি বের করা হবে।

মামুন হাওলাদার জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একজন ভক্ত। মূলত আর্জেন্টিনা দলের খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখেই তিনি এই দলের ভক্ত হন। স্থানীয় আর্জেন্টিনা দলের সমর্থকদের সৌজন্যে এলাকায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে বলে।

র‌্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক মো. সেলিম জানান, প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে এটাই প্রত্যাশা করি।

বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাবেক কৃতি ফুটবলার অমিত রায় বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই উম্মাদনা। বিশ্বকাপ দর্শকদের মাঝে নতুন আমেজ সৃষ্টি করে। বাংলাদেশের ফুটবল দর্শকরা ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বা ব্রাজিলের বেশি সমর্থক।