চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী বিএসএফে’র চার সদস্য বিজিবি’র হেফজতে

 

আটক বিজিবি সদস্যদের হস্তান্তর করা হচ্ছে

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) চার সদস্য বাংলাদেশে অনুপ্রবেশকারী করেছে। পরে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।  রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ি বিওপির টুআইসি হাবিলদার রবিউল হক বলেন, ‘সশস্ত্র অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার কারণে আমরা বিএসএফের চার সদস্যকে ক্যাম্পে নিয়ে আসি।’

পরে, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুপুরে তাদের বিএসএফ’র কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশকারী বিএসএফের সদস্যরা ভারতের হরেন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের বলে জানিয়েছে বিজিবি। তাদের মধ্যে অমর জিৎ সিং নামে এক উপ-পরিদর্শকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল হাসান ইমাম বাংলা ট্রিবিউনকে জানান, বিএসএফ সদস্যরা ভুলবশত বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। তাদের সঙ্গে পতাকা বৈঠকের কথা ছিল বলেও তিনি জানান।