ফুটবলার সাচ্চু ওস্তাদ আর নেই

ইমদাদুল হক সাচ্চু যশোরের ফুটবলার ও সাবেক কোচ ইমদাদুল হক সাচ্চু ওরফে ওস্তাদ সাচ্চু মারা গেছেন। লিভার ক্যান্সারে আক্রন্ত হয়ে বুধবার (১১ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জেলা ফুটবল ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওস্তাদ সাচ্চু যশোর শহরের রেল রোড এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীস্বজন, বন্ধু এবং ভক্ত রেখে গেছেন।

জয়নাল আবেদিন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ওস্তাদ সাচ্চু লিভার ক্যান্সারে ভুগছিলেন। গত ২৮ জুন তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে খুলনা শেখ আবু নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান। নিহতের লাশ এখন যশোরে আনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহে সাচ্চুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে যশোর কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে।

ওস্তাদ সাচ্চু ১৯৬৪ সালের দিকে ফুটবল জগতে আসেন। পরে তিনি কোচ হন। তার হাত ধরে তৈরি হয়েছে জাতীয়মানের অনেক খেলোয়াড়।