চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গয়না উদ্ধার

01চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গয়না উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে এসব গয়না উদ্ধার করা হয়েছে।


শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি-৬ পরিচালক ইমাম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ভোরে আমরা জানতে পারি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বড় একটি চালান বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিশেষ টহল দল নায়েক জহির রায়হানের নেতৃত্বে দামুড়হুদার দর্শনা হঠাৎপাড়া চার রাস্তার মোড় নামক স্থানে একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।’
পরিচালক ইমাম হাসান আরও বলেন, ‘মোটরসাইকেলে লুকানো বক্স থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম (১৬০৩ ভরি) ভারতীয় রুপার গয়না উদ্ধার করা হয়। উদ্ধার করা গয়না ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৫ হাজার ৪০৩ টাকা। জব্দ করা রুপা এবং মোটরসাইকেল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।