যশোরে সনদবিহীন ডাক্তারকে প্রতারণার অভিযোগে কারাদণ্ড

কথিত ডাক্তার আমিরুল ইসলামযশোর সদরের বাগডাঙ্গা বাবুবাজারে আমিরুল ইসলাম (৩৫) নামে সদনবিহীন এক ডাক্তারকে প্রতারণার অভিযোগে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজীব হাসান এ আদেশ দেন।

কথিত ডাক্তার আমিরুল সদরের বাগডাঙ্গা বাবুবাজারে আয়েশা ফার্মেসি নামে একটি চেম্বার খুলে রোগীদের চিকিৎসা সেবা দিতেন। তিনি বাগডাঙ্গা গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে দেখতে পান বাগডাঙ্গা বাবুবাজারে আয়েশা ফার্মেসিতে আমিরুল রোগীদের চিকিৎসা দিচ্ছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তার চিকিৎসা সনদ দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন তিনি। তখন আদালত ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।