পাচারের আড়াই বছর পর ভারত থেকে বাংলাদেশে ৩ নারী

 

পাচার নারীরা দেশে ফিরছেনআড়াই বছর আগে প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি নারীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে পাঠানো হয়।

ফেরত আসা নারীরা হলেন রেহেনা খাতুন (১৯), রত্না খাতুন (২০) ও লাবনী আক্তার (২২)। এরা যশোর ও দিনাজপুর জেলার বাসিন্দা।

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওয়াহাব জানান, আড়াই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালালচক্র এদের ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাদের কোনও কাজ না দিয়ে সেখানে ফেলে পালিয়ে আসে। তখন ভারতের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘সংলাপ’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরবর্তীতে এনজিও সংস্থাটি নারীদের নাম-ঠিকানা জোগাড় করে যাচাই-বাছাই করে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ আওতায় তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম তিন নারী দেশে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাগজপত্রের কাজ সম্পন্ন করে তাদের যশোর মানবাধিকার কর্মকর্তা বজলুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সেখান থেকে তিনি এই তিন নারীকে পরিবারের কাছে পৌঁছে দেবেন বলেও জানান তিনি।