কামালের পাঁচ দফা দাবি বিএনপি জামাতের দুষ্কর্ম রক্ষার ঢাল: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইনুজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. কামাল হোসেনের পাঁচ দফা দাবি মূলত বিএনপি জামাতের দুষ্কর্ম রক্ষার ঢাল। বিএনপি জামাতের দুষ্কর্ম আড়াল করতে যেয়ে ড. কামাল নিজের মুখোশ খুলে ফেলেছেন।’ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, ‘ড. কামাল হোসেন ও বি চৌধুরী সাহেবরা বিএনপি জামায়াতকে রাজনৈতিক ময়দানে পুনর্বাসন করার প্রকল্প হাতে নিয়েছে। বিএনপির সাথে বি. চৌধুরীদের ঐক্য গণতন্ত্র উদ্ধারের জন্য নয়। এই ঐক্য মুলত দণ্ডিত খালেদা জিয়াকে দম ফেলার সুযোগ করে দেওয়া এবং রাজনীতির মাঠে হালাল করা।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনও রাজনৈতিক বন্দী না।  তিনি আদালতের রায়ে দণ্ডিত সাজাপ্রাপ্ত কয়েদি। অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক নেতা বা কর্মী বলে চালানোর প্রবণতা দু:খজনক।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।