বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল থেকে আটক ১৪ নারী-পুরুষ ও শিশু

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি তারা। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবি। 

৪৯ বিজিবির আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বেনাপোল চেকপোস্ট থেকে বরিশালগামী বিআরটিসির একটি পরিবহনে করে বরিশাল যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেয়। ওই পরিবহনটি চেকপোস্টে আসলে তার মধ্য অভিযান চালিয়ে ৯ পুরুষ, ৩ নারী ও ২ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল শিশুসহ ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।