দামুড়হুদা উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ১৮

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আজিজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দামুড়হুদা, সদর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৭ নভেম্বর) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতার অন্যরা হলেন- বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আহম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আমীর হোসেন, আব্দুল মালেক, জামায়াত নেতা মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন, আলমডাঙ্গা উপজেলার বিএনপির ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দীন, বিএনপিকর্মী জান মোহাম্মদ, জনি, এস এম সাইফুল ইসলাম, জামায়াতকর্মী রেজাউল করিম, ইসাহক আলী ও আসাদুল ইসলাম।

আলমডাঙ্গা থানার ওসি লুতফুল কবির জানান, উপজেলার কালিদাসপুর স্কুল মাঠে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। এসময় বিএনপি নেতা সেলিম ও ১১টি তাজা বোমাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দামুড়হুদা উপজেলা চত্বরে আনসার-ভিডিপির প্রোগ্রাম চলাকালে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান তার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের নিয়ে নাশকতা পরিকল্পনা করছিল। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে গ্রেফতার করে। কিছু লিফলেটও উদ্ধার করা হয়। বুধবার দুপুরে দামুড়হুদা থানায় তার নামে নাশকতা মামলা (নম্বর-১৫,তারিখ ৭-১১-২০১৮) দায়ের করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রহসনের কারণে আমাদের দলের নেতাকর্মীদের আটক করা হয়েছে। বর্তমান সরকার আসন্ন নির্বাচনকে নিষ্কন্টক করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের ধর-পাকড় অভিযান অব্যাহত রেখেছে।’