বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন শেখ ফরিদ

শেখ ফরিদুল ইসলামবাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির দলীয় মনোনয়ন কিনেছেন বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ড. ফরিদ নিজেই এ তথ্য জানান। এসময় মোংলা ও রামপালের অসংখ্য নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘মোংলা-রামপালের আওয়ামী লীগের ঘাঁটি ভেঙে জয় ছিনিয়ে আনতে বিএনপি প্রার্থীর বিকল্প নেই।’ সম্প্রতি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছেন। এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে জোটগতভাবে নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী দেওয়া হয়। কিন্তু বারবারই পরাজিত হন।

মোংলা-রামপালের এই আসনটি থেকে নির্বাচনের জন্য বিএনপি থেকে আর কেউ এখনও মনোনয়ন ফরম কেনননি। আসনটিতে ২ লাখ ২৭ হাজার ৬৭ ভোটার রয়েছেন। এর মধ্যে সংখ্যালঘু আছেন ৫০-৬০ হাজার।