কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অপু

 

অ্যাডভোকেট শামিম উল হাসান অপুআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম।

অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ১৯৮৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজে স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৫ সালে তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০০০ সালে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি হন। একই সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে অ্যাডভোকেট অপু কুষ্টিয়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘কুষ্টিয়া সদর আসনের জনসাধারণের কল্যাণে ২৯ বছরের রাজনীতিতে যুক্ত হয়েছি। তাছাড়াও বিএনপির দুঃসময় আমি দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছি। সে ক্ষেত্রে দল আমাকে মূল্যায়ন করবে বলে আমি আশা করছি।’

তিনি আরও বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় সে ক্ষেত্রে আমি দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবো।’