নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের নেতারা প্রতিদিন অভিযোগ করে যাচ্ছে। এপর্যন্ত নির্বাচন কমিশনের কাজকর্ম দেখে নির্দ্বিধায় বলা যায় তারা কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছে। সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট।’

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দুই উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের কারণে কোনও কর্মীর বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নেয়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই আছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না, তাদের পক্ষে ওকালতি করবেন না এবং তাদের রাজনীতির মাঠে হালাল করারও চেষ্টা করবেন না।’

এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।