কালীগঞ্জে কৃষক নেতা আয়ুব হোসেন স্মরণে আলোচনা সভা

ঝিনাইদহকৃষক সংগঠক ও স্বশিক্ষিত কৃষিবিদ আয়ুব হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের অন্যতম কৃষক সংগঠক হেলাল উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন যশোরের বাম প্রগতিশীল চিন্তাবিদ আমিনুল ইসলাম রুমি।
কৃষক নেতা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার নজরুল ইসলাম ও মিজানুর রহমান, সাংবাদিক শাহজাহান আলী সাজু, ইউপি সদস্য মনোয়ারা বেগম, কৃষক নেতা মকবুল হাসেন, বাহার আলী, রেহেনা বেগম, সোনাভান, রাজিয়া বেগম, জালাল উদ্দিন প্রমুখ।
যশোর ও ঝিনাইদহ অঞ্চলের অন্যতম কৃষক সংগঠক আয়ুব হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়ুব হোসেন স্মৃতি ও গবেষণা পরিষদ এবং মহেশ্বরচাঁদা গ্রামবাসীর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুম আয়ুব হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের বাসিন্দা ছিলেন। নিরাপদ খাদ্য উৎপাদনসহ কৃষকদের কল্যাণে তিনি নিজ এলাকা ছাড়াও কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের প্রয়াত কৃষক নেতা ওমর আলীর সান্নিধ্যে থেকে দীর্ঘদিন বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।