নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী জেলহাজতে

মেহেরপুরনাশকতার মামলায় মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৪০ জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে নাশকতার একটি মামলায় মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রশিদসহ ৪০ জন নেতাকর্মী জামিন চাইলে একজনের জামিন মঞ্জুর এবং বাকিদের ব্যাপারে এই আদেশ দেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ গাজী রহমান।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু দিন আগে বিএনপির অনেক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়। এগুলো গায়েবি মামলা। জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।