যশোর জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোর জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধনযশোর জেলা পরিষদ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ভবনটি দুই বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ১৯১৩ সালে এটি নির্মিত হয়েছিল। আমাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এই ভবন মিশে আছে।

তারা আরও বলেন, যশোরের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। কিন্তু অদূরদর্শীতা ও স্বার্থপ্রীতির কারণে আজ আমাদের ঐতিহ্যের স্মারকগুলো একের পর এক ধ্বংস করা হচ্ছে। এসময় জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক রুকুনউদ্দৌলাহ। বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলাহ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জাসদ নেতা অ্যাডভোকেট অশোক রায়, সিপিবি নেতা অ্যাডভোকেট আবুল হোসেন, সংস্কৃতিকর্মী অধ্যাপক সুকুমার দাস, শ্রমিকনেতা মাহবুবুর রহমান মজনু, জেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের তসলিমুর রহমান, চাঁদের হাটের ফারাজী সাঈদ আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান প্রমুখ।

উল্লেখ্য, আন্দোলন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, গত ১৫ জানুয়ারি এক সভায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রশাসন। সভায় জানানো হয়, এই ভবনটি ভেঙে সেখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। মুজিব সড়কে জেলা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী এই ভবনটি অবস্থিত।