বেনাপোলে যাত্রীর ব্যাগ থেকে ডামি অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল কাস্টম হাউসবেনাপোলে কাস্টমসের চেকপোস্টে ভারতীয় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ডামি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি একে-৪৭ রাইফেল, চারটি পিস্তল ও ৪০০ রাউন্ড গুলি। ভারতীয় নাগরিক রমেশ্বর রাওয়ের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। তার বাড়ি ভারতের হায়দরাবাদের কৃষ্ণনগরে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এগুলো উদ্ধার করা হয়।

কাস্টম সূত্রে জানা যায়, রমেশ্বর রাও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টম পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বেনাপোল ইমিগ্রেশনের কার্যাদি সম্পন্ন করে তার কাছে থাকা ব্যাগ তল্লাশির জন্য স্ক্যানিং মেশিনে দেন। এ সময় কাস্টমসের দায়িত্বরত কর্মকর্তা ওই যাত্রীর ব্যাগ থেকে ডামি অস্ত্র ও গুলি উদ্ধার করেন। অস্ত্র বহনের অনুমতি সম্পর্কিত কোনও দেশের সরকারের কাগজপত্র না থাকায় এগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

রমেশ্বর রাও বলেন, ‘এই অস্ত্র ও গুলি বাংলাদেশে সিনেমায় ব্যবহারের জন্য আনা হয়েছে।’ বেনাপোল আইসিপি কাস্টম সুপার এমদাদুল হক বলেন, এগুলো আসলে ডামি অস্ত্র। এগুলো সিনেমায় ব্যবহার করা হয়।