কালীগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সুবর্ণা রানী সাহা ঝিনাইদহের কালীগঞ্জে এক ভুয়া চিকিৎসক ও একটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সুবর্ণা রানী সাহা এই দণ্ড দেন।

সুবর্ণা রানী সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসক না হয়েও নামের আগে চিকিৎসক লেখার অপরাধে মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় ইসলামী (প্রা.) হাসপাতালের সুমন হোসেনকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় সুমন ক্লিনিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।