মোংলা বন্দরে সন্ধ্যা থেকে পণ্য খালাস

মোংলা বন্দর (ছবি: প্রতিনিধি)সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে এ ঘোষণা দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের সংকেত নামিয়ে এলার্ট নম্বর ওয়ান করেছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিগন্যাল পরিবর্তনের পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে শনিবার দুপুরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বন্দরের অপারেশনাল এবং জাহাজে পণ্য খালাস ও বোঝাইয়ের কার্যক্রম স্বাভাবিক করতে সিদ্ধান্ত নেওয়া হয়। এরইমধ্যে বন্দর সংশ্লিষ্ট ব্যবহারকারীদের (শিপিং এজেন্ট, স্টিটিভিডর অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ ও লাইটারেজ এসোসিয়েশন) নোটিশ টু মেরিনার (এনটিএম) মেইলযোগে চিঠি পাঠানো হয়েছে।’

চিঠিতে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১৬টি জাহাজে পুনরায় পণ্য খালাস ও বোঝাই করতে বলা হয়। শনিবার সন্ধ্যা নাগাদ এসব জাহাজে কাজ শুরু হবে বলেও কমান্ডার হুদা জানান। তিনি জানান, বন্দরে জেটিতেও জাহাজ ভেড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কমান্ডার হুদা বলেন, ‘পরিবেশ স্বাভাবিক হলে আগামীকাল রবিবার (৫ মে) এ বন্দরে মেশিনারি ও গাড়ি নিয়ে দুটি বিদেশি জাহাজ ভেড়ার শিডিউল রয়েছে।’ একইসঙ্গে গ্যাস ও জেনারেল কার্গো (সাধারণ পণ্য) খালাস করে পাঁচটি জাহাজ এ বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।