মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়াকুষ্টিয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– কুমারখালী উপজেলার খোদ্দভালুকা গ্রামের মোহাম্মদ হবিবর (৫০) ও তার স্ত্রী জোছনা খাতুন (৪২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৯ আগস্ট সকালে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হাবিব ও জোছনার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বসতঘরের বিছানার নিচ থেকে ৫০ গ্রাম হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করে তারা। উদ্ধার হেরোইনসহ জোছনা ও হবিবরের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) (খ) ধারায় মামলা দায়েরের পর, তাদের কুমারখালী থানায় সোপর্দ করা হয়।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১০ ডিসেম্বর জোছনা ও তার স্বামী হবিবরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের পর, দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায়, এ রায় ঘোষণা করেন বিচারক।