ভারতে পাচারের সময় তরুণীসহ দুই পাচারকারী আটক

নারীসহ আট দুই মানব পাচারকারীভারতে পাচারকালে দুই পাচারকারীসহ এক তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক তরুণীর নাম হাজেরা আক্তার (৩২)। সে চট্টগ্রাম এলাকার বাসিন্দা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ এ কথা জানান।

আটক দুই পাচারকারী হলো, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মান্দারের আব্দুর রহিম (৬০) ও একই গ্রামের দুখে বুললার ছেলে বাবু (২৮)।

মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে আনা এক নারী ও শিশুকে ভারতে পাচারের জন্য পাচারকারীরা দৌলতপুর সীমান্তে অপেক্ষা করছে। এ সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মহিবুল্লাহ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধারসহ দুই পাচারকারীকে আটক করেছে। নারী ও শিশু পাচার আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।