কুষ্টিয়ায় যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষের কারাদণ্ড

শ্লীলতাহানির অভিযোগে দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত অধ্যক্ষকুষ্টিয়ায় শিক্ষিকাকে যৌন নিপীড়নের মামলায় একই কলেজের অধ্যক্ষ সজল চৌধুরীকে (৫২) দশ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকরাম হোসেন এ কথা জানান।

রায় ঘোষণার সময় আসামি সজল চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তিনি শহরের সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ সৈয়দ মাছুদ রুমী কলেজের মহিলা কমনরুমের ওয়াস রুম থেকে বের হওয়ার সময় কলেজের অধ্যক্ষ সজল চৌধুরী ওই শিক্ষিকার শ্লীলতাহানি করেন। পরে এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।

পিপি আকরাম হোসেন দুলাল জানান, অধ্যক্ষের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় শিক্ষিকার করা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।