১০ কেজি কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

ভ্রাম্যমাণ আদালতঝিনাইদহের কালীগঞ্জে ১০ কেজি কারেন্ট জাল জব্দ ও এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন। শহরের পুরাতন মাছবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা জানান, কারেন্ট জাল বিক্রির অপরাধে আড়পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে উজির আলীকে (৪৮) তিন হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় জরিমানা করা হয়েছে। জব্দ ১০ কেজি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।