খুলনা বিভাগে আরও ১৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু রোগীখুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে আরও ১৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৫৯ জন সরকারি হাসপাতালে এবং ২১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত বিভাগে এক হাজার ৭২৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ১৭১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, শনিবার বেলা ১১টা থেকে রবিবার বিকাল ৪টা পর্যন্ত খুলনা বিভাগে নতুন ১৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে যশোরে ৫৪ জন, খুলনায় ৩৭ জন, কুষ্টিয়ায় ১৯ জন, ঝিনাইদহে ৯ জন, নড়াইলে ৮ জন, মেহেরপুরে ৩ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, সাতক্ষীরায় ২২ জন, বাগেরহাটে ৬ জন ও মাগুরায় ১৫ জন রয়েছে।