ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ট্রেন লাইনচ্যুতঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাউসার মাহমুদ এ তথ্য জানান।

কাউসার মাহমুদ জানান, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ৭১৬ ডাউন কপোতাক্ষ ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন এলেই ৬-৭ ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।