১৮ লাখ রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

হুন্ডির টাকাসহ আটক পাচারকারী

বেনাপোল থেকে জমির উদ্দিন (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে (টাকা পাচারকারী ) আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাকে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ লাখ ৬০ হাজার ২শ’ ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ এ কথা জানান।

আটক জমির উদ্দিন চট্টগ্রাম জেলার চাটগাঁও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ রুপি নিয়ে বাংলাদেশে ঢুকছে। সে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ ও নায়েব সুবেদার আতিয়ার রহমান ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। তারা সেখান থেকে ১৭ লাখ ৬০ হাজার ২শ’ ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিনকে হাতেনাতে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।