বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

 অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৬৬ রাউন্ড গুলিসহ শিমুল (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক এএসপি সমীর সরকার এ কথা জানান।

আটক শিমুল যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মধু মিয়ার ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক এএসপি সমীর সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বড়আঁচড়া গ্রামের শিমুলের বাড়িতে বিক্রির উদ্দেশে অস্ত্র ও গুলি মজুদ করা হয়েছে। এর ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল শিমুলের বাড়িতে অভিযান চালান। শিমুলকে আটকের পর রান্নাঘরের ভেতরে তার দেখানো স্থান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি পিস্তল, একটি রিভলবার ও ৬৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দিয়ে শিমুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।