চিনিশিল্প বিক্রি করবো না: শিল্পমন্ত্রী

দর্শনা চিনিকল পরিদর্শনে শিল্পমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন, ‘চিনিশিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সেই নির্দেশ মোতাবেক শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের দক্ষ হয়ে সবার প্রচেষ্টায় চিনিকে লাভজনক শিল্পে পরিণত করতে হবে। কী কী কারণে চিনিশিল্পে লোকসান হচ্ছে, খতিয়ে দেখতে হবে। আমাদের অনেক কিছু আছে তা কাজে লাগিয়ে দিয়ে বিশ্ববাজারে টিকে থাকতে হবে। চিনিশিল্পে অনেকের লোভ আছে, এটি সম্ভাবনাময় শিল্প। কিন্তু আমরা তা বিক্রি করবো না।’

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

এসময় আরও ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর শিল্প, কল-কারখানায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। শ্রমিক যাতে চাকরি না হারায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ থেকে যে ‘র’ সুগার আনা হতো, তার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এর কারণ, দেশীয় চিনিকল রক্ষা করা।”