ভারতে আটক বাংলাদেশি তরুণকে ফেরত দিলো বিএসএফ

সজীব বিশ্বাস (মাঝে)

ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি তরুণ সজীব বিশ্বাসকে (২০) ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে পুটখালী বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

সজীবের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার কচিয়ারপাড়া গ্রামে। তার বাবার নাম শ্যামল বিশ্বাস।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী ক্যাম্পের বিপরীতে ভারতের ৬৪ বিএসএফের আংরাইল ক্যাম্পের একটি টহল দল সজীব নামে একজন বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেনের কাছে তাকে হস্তান্তর করে বিএসএফ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সজীবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।