কোটচাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকী

সাদিয়া আখতার পিংকী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী। সোমবার (১৪ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান বেসরকারি এ ফল ঘোষণা করেন।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কোটচাঁদপুর ও মহেশপুর উভয় উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

কোটচাঁদপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুন্নেছা মিকি ২৪ হাজার ৪শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ফারুক হোসেন রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাদিয়া আখতার পিংকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ময়জদ্দীন হামিদ নৌকা প্রতীকে ৫৭ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম শাহাজাহান মহন ১৫ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আজিজুর রহমান আজা টিউবয়েল প্রতীকে ২৩ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল গাজী চশমা প্রতীকে ১৯ হাজার ৭৫৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা খাতুন হেনা হাঁস প্রতীকে ২৯ হাজার ৯৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শামীমা সুলতানা শিউলী ফুটবল প্রতীকে ১৪ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।