ইলিশ ধরার অপরাধে বাউফলে ১৪ জেলের দণ্ড

 

দণ্ডপ্রাপ্ত জেলেরাইলিশ ধরার অপরাধে পটুয়াখালীর বাউফলে ১৪ জেলেকে দণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে ১২ জন জেলেকে ১ মাস করে কারাদণ্ড ও ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

বাউফল মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, তেতুলিয়া নদীর নিমদি, চরওয়াডেল, খানকা চন্দ্রদ্বীপ, বাতিলখাল, চরমিয়াজান, চর রায়সাহেব ও বগী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার জাল ও ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তারা সবাই ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকার। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।