মাদক সেবনের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড

এসআই আমিরুজ্জামানমাদক সেবনের ভিডিও প্রকাশের পর যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান রবিবার (২৭ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ফেসুবকে এসআই আমিরুজ্জামান ও এসআই  ইকবাল হোসেনসহ তিনজনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, এসআই আমিরুজ্জামান ও ইকবালসহ আরও একজন খালি গায়ে একটি বেড়ার ঘরে বসে তাস খেলছেন। খেলার ফাঁকে তারা ইয়াবা সেবন করছেন। 

তবে একটি সূত্র জানিয়েছে,  যশোর উপশহর বাবলাতলা এলাকার জনৈক পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসাতেন এসআই আমিরুজ্জামান। বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের নিয়ে রাতের বেলায় অবস্থান করতেন সেখানে। এরপর সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাস খেলার আসর।

অভিযোগের বিষয়ে জানতে এসআই আমিরুজ্জামানের সেলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমিরুজ্জামানের বিষয়ে পুলিশ সুপার মহোদয় ব্যবস্থা নিয়েছেন। রবিবারই তাকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। 

এসআই  ইকবালের বিষয়ে তিনি বলেন, ওই নামে কোনও পুলিশ অফিসার কোতোয়ালি থানায় নেই।