সুন্দরবনে শনিবার বিকালে আঘাত হানতে পারে ‘বুলবুল’

বুলবুলঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় সুন্দরবনে আছড়ে পড়বে। এরপর উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, বরিশাল ও এর পার্শ্ববর্তী জেলায় তাণ্ডব চালাতে পারে। এ সময় খুলনা, সাতক্ষীরায় ঘণ্টায় ১৩০ থেকে ১৬৫ কি.মি. বেড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে।
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. নাজমুল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বিকাল ৫টা বা এর কিছু পর উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত অব্যাহত রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেতে পারে।’
যশোর নড়াইলের বেসরকারি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. পারভেজ আহমেদ পলাশ বলেন, ‘বুলবুল খুলনা অতিক্রম করার সময় খুলনা শহরে ঘণ্টায় ১২০ কি.মি. বেগে ঝড়ো হাওয়া এবং ১৪০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি মোংলা, বাগেরহাট, পিরোজপুরে ১৩০-১৫০, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কি.মি. বেগে দমকা হওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনে তাণ্ডব চালিয়ে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর অতিক্রম করতে পারে। শনিবার রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত বুলবুল তীব্র আকার ধারণ করতে পারে।’