বুলবুলের তাণ্ডবে ভোলায় ২২ ঘর বিধ্বস্ত, আহত ১৫

গাছ পড়ে ঘর বিধ্বস্তঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লালমোহন ও চরফ্যাশন উপজেলার অন্তত ২২টি ঘর বিধ্বস্ত ও ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপড়ে ও ভেঙে পড়েছে বেশকিছু গাছপালা।

চরফ্যাশন উপজেলার ঢালচরের স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার ও মনপুরা উপজেলার কলাতলীর চরের চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর জানান, ভোলায় কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বড় ধরনের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চরফ্যাশনের ঢালচর, মনপুরা উপজেলার চরমোজাম্মেল, কলাতলীর চর ও তমুজুদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের নিম্নাঞ্চল ৩-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

ঝড়ে বিধ্বস্ত ঘরশনিবার রাতে লালমোহনের পশ্চিম চর উমেদ, ধলিগৌরনগর ও লর্ডহাডিঞ্জ ইউনিয়ন এবং চরফ্যাশনের ওসমানগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়নে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন—পশ্চিম চর উমেদ ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ, তার ছেলে ইমরান ও তিশান। একই উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চরপেয়ারীমোহন গ্রামের সাজেদা বেগম, তারেক, আরিফ, শরিফ ও মোস্তাফিজ। এদের মধ্যে তারেকের অবস্থা অশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। এদের কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহীম ও ব্যবসায়ী আবুল কালাম জানান, রাত ৯টার দিকে বিকট শব্দে মুহূর্তের মধ্যে ওই এলাকার রশিদ মোল্লারসহ একই বাড়ির আরও দুইটি ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। এসময় বাড়ির গাছপালাও উপড়ে পড়ে।

ঝড়ে বিধ্বস্ত ঘরতিনি আরও জানান, একই সময়ে ওই ইউনিয়নের পাশের এলাকা ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেব, তার ছেলে মামুন ও বিল্লালের ঘরগুলো বিধ্বস্ত হয়েছে। এসময় পাশের আব্দুল মুনাফের বসত ঘরটিও বিধ্বস্ত হয়। ঝড়ে ওই এলাকার রাস্তার গাছপালা উপড়ে পড়ে বলেও জানান তিনি।

লালামোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার রাব্বি জানান, একই সময়ে ইউনিয়নের চর পেয়ারীমোহন গ্রামে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে প্রায় ১৫ জন আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে ৮-১০টি ঘর।

ভেঙে গেছে গাছ এছাড়াও চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সাতটি ঘর বিধ্বস্ত হয়। এসময় এলাকার রাস্তাঘাটের অনেক গাছপালা উপড়ে পড়ে বলেও জানান তিনি।

লালামোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর হাসান রুমি জানান, আমরা লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় গাছ পড়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। এদিকে, লালমোহনের আহত একজনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।