‘কর আদায়ের ফলে পরনির্ভরতা কমে আসছে’

যশোরে কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্যকর কর্মকর্তারা সেবার মানসিকতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি বলেন, ‘বৈদেশিক ঋণের পরিমাণ কমেছে। বিশেষ করে ঋণদাতা দেশগুলো নিজেরাই অর্থনৈতিক মন্দায় পড়েছে। এ কারণে কর আদায়ের মাধ্যমে অর্থ জোগাড় করে দেশের উন্নয়ন পরিচালিত হচ্ছে। ফলে পরনির্ভরতাও কমে গেছে। আর এর পেছনে অবদান এ দেশের খেটে খাওয়া মানুষের।’

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় যশোর শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত চার দিনব্যাপী কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় কর কর্মকর্তারা বাজার পরিদর্শনে গেলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যেতেন। তাদের আচরণে ভয় পেতেন। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখনকার কর কর্মকর্তারা অনেক বেশি নমনীয় ও সেবা প্রদানের মনোভাবাপন্ন।’

স্বপন ভট্টাচার্য বলেন, ‘জোর করে, আইন প্রয়োগ করে পরিপূর্ণ কর আদায় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন। তাহলে সহজে ট্যাক্স আদায় সম্ভব হবে এবং দেশের উন্নয়ন ঘটবে।’

কর অঞ্চল খুলনার কর কমিশনার রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ঘোষ সুজিত কুমারসহ যশোর আয়কর বিভাগের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে কর মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর যশোরের করদাতারা মেলায় দেওয়া স্টলে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।

মেলায় প্রথম দিনে কর প্রদানে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।