মহেশপুর সীমান্ত থেকে আরও আটক ১২



gঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আরও ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সীমান্ত দিয়ে শুধুমাত্র নভেম্বরে ২৫৪ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ি এলাকায় বাস তল্লাশি করে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদের মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা বাংলাদেশি। তাদের বেশিরভাগের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায়। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। বিভিন্ন সমস্যার কারণে তারা এখন আবার অবৈধভাবে ফিরে আসছে।